গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসার পদের ভাইভা পরীক্ষায় সাধারণত প্রার্থীকে ব্যক্তিগত, সাধারণ জ্ঞান, ব্যাংক সংক্রান্ত, সাম্প্রতিক ঘটনাবলি এবং গ্রামীণ ব্যাংকের নিজস্ব কার্যক্রমভিত্তিক প্রশ্ন করা হয়। নিচে সম্ভাব্য কিছু ভাইভা প্রশ্ন ও উত্তর নমুনা হিসেবে দেওয়া হলো:
## নিজের সম্পর্কেঃ
★★আপনার নাম ও নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন।
--> আমি মোঃ হামজা চৌধুরী, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা থেকে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর সম্পন্ন করেছি। পাশাপাশি ব্যাংকিং ক্যারিয়ারের প্রতি আগ্রহী হয়ে নিয়মিত প্রস্তুতি নিচ্ছি।
★★ আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান?
--> গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গর্ব। এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত শান্তিতে Nobel বিজয়ী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান।
আমি গ্রামীণ ব্যাংকে চাকুরি করে দেশের দারিদ্র বিমোচনে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
★★আপনি ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান?
--> আমি গ্রামীণ ব্যাংকে একজন দক্ষ অফিসার হিসেবে নিজেকে দেখতে চাই এবং গ্রামের মানুষের মধ্যে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়ে আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখতে চাই।
★★আপনার সবচেয়ে শক্তিশালী দিক কী?
--> আমি বরাবরই আশাবাদি মানুষ, যেকোন পরিস্থিতি মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশালৃলাহ্।
## গ্রামীণ ব্যাংক খুটিনাটিঃ
★★গ্রামীণ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়?
১৯৭৬ সালে চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক প্রকল্প নামে যাত্রা শুরু করে।এরপর ১৯৭৯ সালে টাঙ্গাইল জেলায় বিস্তৃতি লাভ করে। ১৯৮৩ সালের অক্টোবরে জাতীয় আইন দ্বারা গ্রামীণ ব্যাংক একটি স্বাধীন ব্যাংক হিসেবে পথচলা শুরু করে।
★★প্রতিষ্ঠাতা কে?
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
★★ মোট শাখা কতটি?
২,৫৬৮ টি
★★ গ্রামীণ ব্যাংকের মালিক কে?
ঋণ গ্রহিতা সদস্য (৯০%) এবং সরকার (১০%) মালিক।
★★ গ্রামীণ ব্যাংক কি MRA এর আওতাভুক্ত?
-->গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর আওতাধীন প্রতিষ্ঠান নয়। এটি একটি স্বতন্ত্র আইন- গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর (বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩) অধীনে পরিচালিত হয়।
★★ গ্রামীণ ব্যাংকের অর্জন ও পুরস্কার সমূহ কি ক?
-->২০০৬ সালে দারিদ্র বিমোচনে অবদান রাখায় গ্রামীণ ব্যাংক এবং মুহাম্মদ ইউনুস যৌথভাবে শান্তি নোবেল পুরস্কার পান।
এছাড়াও রয়েছে---
আগাখান স্থাপত্য পুরস্কার: ১৯ ৮৯ (সুইজারল্যান্ড)
কাজী মাহবুবউল্লাহ পুরস্কার: ১৯৯২ (বাংলাদেশ)
রাজা বোঁদওয়া আন্তর্জাতিক উন্নয়ন পুরস্কার : ১৯৯৩ (বেলজিয়াম)
তুন আবদুল রাজাক পুরস্কার: ১৯৯৪ (মালয়েশিয়া)
স্বাধীনতা দিবস পুরস্কার: ১৯৯৪ (বাংলাদেশ)
বিশ্ব বসতি পুরস্কার: ১৯৯৭ (যুক্তরাজ্য)
গান্ধী শান্তি পুরস্কার: ২০০০ (ভারত)
পিটার্সবার্গ পুরস্কার: ২০০৪ (যুক্তরাষ্ট্র)
নোবেল শান্তি পুরস্কার: ২০০৬ (নরওয়ে)
এম সি সি আই ঢাকা এর শতবর্ষ পদক পুরস্কার:২০১৪ (বাংলাদেশ)
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন এর "বেস্ট কর্পোরেট সোস্যাল রেসপন্সেবল ব্যাংক পুরস্কার :২০১৪ (যুক্তরাজ্য)
আই সি এম এ বি'র বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পুরস্কার :২০১৪ (বাংলাদেশ)
আরও অসংখ্য পুরুষ্কার রয়েছে।
★★ গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয়?
--> ক্ষুদ্রঋণ,যা জামানত ছাড়াই দেয়া হয়।
★★ গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের মধ্যে কত শতাংশ নারী?
-->প্রায় ৯৭% গ্রাহকই নারী।
## সাম্প্রতিক বিষয় ও ব্যাংকিং জ্ঞানঃ
★★ মুদ্রাস্ফীতি কী?
-->মুদ্রাস্ফীতি হলো সাধারণ মূল্যস্তরের ক্রমবৃদ্ধি, যার ফলে অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়।
★★মূল্যস্ফীতি কি?
-->মূল্যস্ফীতি হলো এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি, যেখানে সময়ের সাথে সাথে পণ্যের দাম বাড়তে থাকে এবং টাকার মূল্যের ক্রয়ক্ষমতা কমে যায়।সহজভাবে বললে আপনি যদি এক বছর আগে ১০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারতেন, কিন্তু এখন সেই একই টাকায় মাত্র ৮ কেজি চাল পান, তাহলে বোঝা যায় পণ্যের দাম বেড়েছে, অর্থাৎ মূল্যস্ফীতি হয়েছে।
★★মূল্যস্ফীতির প্রধান কারণসমূহ কি?
১! চাহিদা বেশি, সরবরাহ কম।
২! উৎপাদন খরচ বেড়ে যাওয়া।
৩!মুদ্রার মান কমে যাওয়া।
★★সুদ ও মুনাফার পার্থক্য কী?
--> সুদ নির্ধারিত হারে ঋণের উপর নির্ধারিত টাকা। মুনাফা ব্যবসায়িক লাভ, যা ইসলামসম্মত উপায়ে হয়ে থাকে।
★★যদি কোনো গ্রাহক ঋণ ফেরত না দেয়, তখন কী করবেন?
-->প্রথমে তাকে বুঝাবো, প্রয়োজনে পুনঃতফসিলের সুযোগ দেব। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা নেয়া হবে। টিম ওয়ার্ক করে টাকা আদায় করবো।
## সাধারণ জ্ঞান ও দেশবিদেশঃ
★★ বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা কে?
--> ড. সাহেল উদ্দীন আহমেদ
★★SDG বলতে কী বোঝায়?
-->Sustainable Development Goals – ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
★★ Nobel Peace Prize কী কারণে দেয়া হয়?
-->শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ বা সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের জন্য।
## নৈতিকতা ও পরিস্থিতি ভিত্তিক প্রশ্নঃ
★★আপনি যদি কোনো দুর্নীতি দেখেন কী করবেন?
--> শাখার সহকর্মিদের নিয়ে মিটিং করে সমাধানের চেষ্টা করবো এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।
★★কোনো গ্রাহক যদি আপনাকে ঘুষ দিতে চায়?
--> ঘুষ নেয়া আইনত অপরাধ এবং নৈতিকতা বহিঃর্ভূত কাজ।আমি তা প্রত্যাখ্যান করবো এবং কর্তৃপক্ষকে জানাবো।
★★আপনি কি টিম ওয়ার্কে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
-->অবশ্যই। আমি বিশ্বাস করি, ভালো টিম ওয়ার্ক যেকোনো বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
★★ গ্রামীণ ব্যাংক কি NGO নাকি ব্যাংক?
--> গ্রামীণ ব্যাংক এনজিও নয় এটি একটি বিশেষায়িত ব্যাংক।
★★ থ্রী জিরো থিওরি সমন্ধে বলুন?
--> ড. মুহাম্মদ ইউনুস স্যারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক দর্শন, যা তিনি বিশ্বজুড়ে দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ু সংকট দূর করার লক্ষ্যে প্রস্তাব করেছেন।
@@ থ্রী জিরো থিওরির মূল ৩টি অংশ হলো:
১! Zero Poverty (দারিদ্র্য শূন্য)
লক্ষ্য হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা যেখানে কেউই দরিদ্র থাকবে না।
★ সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন
★ মাইক্রোক্রেডিট, নারী উদ্যোক্তা, শিক্ষার সুযোগ বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে বাস্তবায়ন
২! Zero Unemployment (বেকারত্ব শূন্য)
সবাইকে কাজের সুযোগ দিতে হবে, বিশেষ করে তরুণদের।
★ "নিজেই নিজের চাকরি তৈরি করো" – এই ধারণা ড. ইউনুসের মুখ্য বার্তা
★ সামাজিক ব্যবসার মাধ্যমে কাজের ক্ষেত্র সৃষ্টি
৩! Zero Net Carbon Emissions (কার্বন নিঃসরণ শূন্য)
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এমন একটি বিশ্ব গড়ে তুলতে হবে যেখানে নিট কার্বন নিঃসরণ থাকবে না।
★ পরিবেশবান্ধব প্রযুক্তি
★ নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি ইত্যাদি প্রবর্তন।
থ্রী জিরো থিওরিটির উদ্দেশ্য:
বর্তমান লোভভিত্তিক পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে মানবকেন্দ্রিক, পরিবেশবান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।
🙏🏻🙏🏻শেয়ার, কমেন্ট ও যারা এসএমএস পেয়েছেন তাদেরকে মেনশন করুন।
Post a Comment