স্বামী কি পরকীয়া করছে? আপনার কি করণীয়:

স্বামীকে পরকীয়ার হাত থেকে দূরে রাখতে স্ত্রীর সৌন্দর্যের যত্ন কেন অপরিহার্য:

বিয়ের পর সম্পর্ক অনেকটাই বদলে যায়। প্রেমের চিঠি বন্ধ হয়ে যায়, চুলে হাত বুলিয়ে দেওয়া রাতগুলো হারিয়ে যায়। ধীরে ধীরে ভালোবাসা রুটিনে রূপ নেয়। রান্নাঘর, বাচ্চা, জামাকাপড়, আত্মীয়-স্বজন — সব কিছুর মাঝে একজন নারী নিজের সৌন্দর্য, শরীর, এমনকি নারীত্বটুকুকেও হারিয়ে ফেলে।

আর ঠিক এখানেই শুরু হয় ফাঁক।

একজন পুরুষ যতটা না প্রেম খোঁজে, তার চেয়েও বেশি খোঁজে আকর্ষণ। সে দেখতে চায়, তার স্ত্রীর চোখে এখনো আগুন আছে কি না, স্পর্শে এখনো ঘাম জমে কি না, আর বিছানায় এখনো নতুন স্বাদ আছে কি না। কিন্তু যখন স্ত্রী সবসময় ক্লান্ত, পরিপাটি নয়, বিছানায় নিঃসঙ্গ, তখন তার চোখ অন্য কোথাও যায় — এটা শুধু চরিত্রের বিষয় নয়, এটা মানব-স্বভাব।

বুঝতে হবে, নিজেকে আকর্ষণীয় রাখা মানে কৃত্রিম মেকআপ নয়।
এটা মানে —

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা,

সুন্দর গন্ধে থাকা,

শরীরটাকে সচল ও আকর্ষণীয় রাখা,

সময় পেলে হালকা সাজগোজ,

মাঝে মাঝে নতুন পোশাক,

আর সবচেয়ে বড় কথা, নিজের নারীত্বকে লুকিয়ে না রাখা।

পুরুষ শুধু শরীরের টানে নয়, সেই নারীর টানেও টানে, যে নিজেকে জানে, নিজের সৌন্দর্যে বিশ্বাস রাখে, আর স্বামীকে তার শরীর ও মনের ভেতরে দাওয়াত দিতে জানে।

যৌনতা কোনো ট্যাবু নয়। এটি দাম্পত্য জীবনের পরিপূর্ণ একটি অংশ। বিছানার সম্পর্কও যত্ন চায়। একই ভঙ্গিমা, একই রুটিন, কিংবা শীতল স্পর্শ — ধীরে ধীরে আগুন নিভিয়ে দেয়। সেখানে দরকার চমক, দরকার সাহস, দরকার উষ্ণতা।

স্ত্রী যদি নিজেকে গুছিয়ে তোলে, মাঝে মাঝে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, নতুন এক পদের পরিধান — তখন সেই চেনা স্ত্রীটিই হয়ে ওঠে নতুন, রহস্যময়, কামনাময় এক নারী। এই নতুনত্বই স্বামীকে ঘরের ভেতরেই বেঁধে রাখে। তখন বাইরের কোন মেয়ের দৃষ্টি তার চোখে ঠেকে না, কারণ তার মন, দৃষ্টি, শরীর — সবই জড়িয়ে থাকে তার স্ত্রীর মাঝেই।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ — এই সৌন্দর্যের যত্ন নেওয়া স্বামীর জন্য নয়, নিজের জন্য।
কারণ, যে নারী নিজেকে ভালোবাসে, নিজেকে গড়ে তোলে, সেই নারী অন্য কারও ওপর নির্ভর করে না। তার চোখে আত্মবিশ্বাস, তার হাঁটায় অহংকার, তার স্পর্শে আগুন — আর এই আগুনেই জ্বলে ওঠে ভালোবাসা।

স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো — "তুমি নিজে"।
তুমি যদি নিজের সৌন্দর্য, নারীত্ব আর ভালোবাসার ভাষা ভুলে না যাও,
তাহলে বাইরের কোনো মেয়ে তোমার রাজ্য ছিনিয়ে নিতে পারবে না।

(মালা নাগ) Highlights #vairal#photo#fecbook#

সোর্স: এফবি

Post a Comment

Featured Post

পাখিটা বন্দী আছে সোনার খাঁচায়!

পাখিটা বন্দী আছে সোনার খাঁচায়! দূর বিদেশে বাণিজ্যে গিয়ে এক বণিক সেখানকার এক বনে বিশেষ একটি পাখির গান শুনে মুগ্ধ হলেন এবং পাখিট...

জনপ্রিয়

[blogger]

MKRdezign

Mohammod Sahidul Islam

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget