সুরসম্রাট এন্ড্রোকিশোর

ব্যার্থ প্রেমের কারনেই সুরসম্রাট হয়েছেন  এন্ড্রোকিশোর 
তার আসল নাম - এন্ড্রো বরাই 
তার ধর্ম খৃষ্টান - 
তার জন্ম - ১৯৫৫ সালের ৪ ই নভেম্বর রাজশাহী জেলাতে 
বাবার নাম - খিতিশ চন্দ্র বরাই, মায়ের নাম - মিনু বরাই 
পড়াশুনা রাজশাহী জেলাতেই - কলেজের এক বান্ধবীকে ভালো বাসতেন, প্রেমিকার বিয়ে হয়ে গেলে দিশেহারা হন এন্ড্রো - গান শিখেছেন - রাজশাহীর ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে - 
তখন তার মা বলেন - একজনের জন্য না মরে হাজার জনের - চোখের মনি হয়ে যাও - তুমি ঢাকায় চলে যাও গানের জগতে আমার - আশির্বাদ রইল তুমি পারবে - 
মায়ের কথায় ঢাকায় আসেন - 
রেডিওতে অডিশন দিয়ে পাশ করেন এবং দেশাত্ববোধক, আধুনিক ও রবিন্দ্র সঙ্গীত গাইতে থাকেন - 
নজরে আসেন - ১৯৭৭ সালে - 
বিখ্যাত সঙ্গীত পরিচালক - আলম খান - এর 
" মেইল ট্রেন " এবং " এমেলের গয়েন্দা বাহিনী " দুটি ছবিতে গান করেন, হিট হয়নি - 
এরপর বিখ্যাত পরিচালক এ জে মিন্টু পরিচালিত " প্রতিজ্ঞা " ছবিতে - এক চোর যায় চলে " এই গানে কন্ঠ দিয়ে রাতারাতী প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে সুনাম অর্জন করেন - 
আর পেছনে তাকাতে হয়নি - 
চলচ্চিত্রের ছবিতে  প্রায় ২০ হাজার গানে কন্ঠ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন - 
তিনি ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান - 
সেই সব গুলো হচ্ছে -: 
১. বড় ভালো লোক ছিলো 
২. সারেন্ডার 
৩. ক্ষতিপুরন 
৪. পদ্না মেঘনা যমুনা 
৫. কবুল 
৬. আজ গায়ে হলুদ 
৭. সাজঘর 
৮. কি যাদু করিলা 
এরপর - বাচসাস, মেরিল আলো সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন। 
তিনি - ২০২০ সালের ৬ ই জুলাই মারা যান - 
রেখে যান স্ত্রী - দিপিকা, ছেলে - সঙ্গা, মেয়ে - শব্দকে 
এন্ড্রোকিশোর এবং রুনা লায়লা কে দিয়ে আমার একটি ছবির গান গেয়ে নিয়েছিলাম - 
গানের কথা - হায় মরি মরি এসোনা প্রেম করি - 
গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক - আমি রবিউল ইসলাম রাজ - 
দাদা যেখানেই থাকুন ভালো থাকুন আশির্বাদ রইল - 
স্টীল ছবিতে - আমি আর দাদা 
        রবিউল ইসলাম রাজ 
         চলচ্চিত্র পরিচালক 
           01948-329383
সোর্স: এফিবি

Post a Comment

Featured Post

পাখিটা বন্দী আছে সোনার খাঁচায়!

পাখিটা বন্দী আছে সোনার খাঁচায়! দূর বিদেশে বাণিজ্যে গিয়ে এক বণিক সেখানকার এক বনে বিশেষ একটি পাখির গান শুনে মুগ্ধ হলেন এবং পাখিট...

জনপ্রিয়

[blogger]

MKRdezign

Mohammod Sahidul Islam

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget