তোমার মুঠোফোনই হোক তোমার অস্ত্র

"তোমার মুঠোফোনই হোক তোমার অস্ত্র,
তোমার কণ্ঠ হোক গর্জে ওঠা বুলেট।
তুমি স্থান করে নেবে মানুষের হৃদয়ে।
তোমার কথায় উঠবে প্রতিবাদ,
মানুষ নামবে রাস্তায়, শুরু হবে বিপ্লব।"

সকালের সূর্য তখনো ঢেকেই আছে মেঘে। ঢাকা শহরের এক কোণে বসে আছে তরুণ ছেলেটা—নাম তার অপূর্ব। গায়ে সস্তা শার্ট, হাতে পুরনো ফোন। সারারাত ঘুম হয়নি। দেশের খবর দেখেছে, নেতাদের নিয়ে বিতর্ক, জনতার কান্না, সোশ্যাল মিডিয়ার ঝড়। অপূর্বর মনে প্রশ্ন—“এই দেশ কি আর বদলাবে না?”

তার পাশের দোকানে বয়স্ক এক চা-ওয়ালা বসে। নাম জাহিদ কাকা। মুখে হালকা হাসি, চোখে অভিজ্ঞতার ছাপ।
অপূর্ব জিজ্ঞেস করল,
— “কাকা, এত বছর তো দেখলেন… কিচ্ছু কি বদলায় না?”
জাহিদ কাকা হালকা চুমুক দিয়ে বললেন,
— “বদলায়। তবে সেটা নেতা বদলালেই হয় না, বদলাতে হয় মানুষকে।”

অপূর্ব অবাক।
— “মানুষ কিভাবে বদলাবে?”
— “যেমন তুমি বদলাচ্ছো। তুমি এখনো হাল ছাড়ো নাই, খুঁজছো, জানছো, প্রশ্ন করছো। এটা একটা বিপ্লব, মন থেকে শুরু হওয়া বিপ্লব।”

জাহিদ কাকা চুপ করে গেলেন। তারপর আস্তে বললেন,
— “দেখো বাবা, একটা সময় ছিল, কেউ সত্য বললেই সে গায়েব হয়ে যেত। মিডিয়াগুলো ছিল পুতুল, আর নেতা ছিল রাজা। কিন্তু এখন? এক মোবাইল ক্যামেরাই অনেক কিছু বদলে দিচ্ছে।”

অপূর্বর চোখ চকচক করে উঠল।
সে বুঝল, এই যে সে প্রতিবাদ করে, কথা বলে, অন্যায়ের ভিডিও শেয়ার করে—এটাই বদলানোর শুরু।

সে ভাবল,
“নেতারা আসে যায়। কেউ চাঁদাবাজি করে, কেউ দেশের টাকা পাচার করে। কেউ খাল কেটে কুমির আনে, আবার সেই কুমিরেই নিজেই হারিয়ে যায়।
কিন্তু যারা সত্যি আলোর মানুষ, তারা কি চিরদিন ক্ষমতায় থাকে না—তা-ই বা কে বলল?
ভালো মানুষরা আসে, শুধু একটু দেরি করে।
আর আমরা যদি না হাল ছাড়ি, সেই আলোর পথ ঠিকই তৈরি হবে।”

সেদিন থেকে অপূর্বর দিন বদলে গেল।
সে এখন শুধু ট্রল বা ভাইরাল ভিডিও দেখে না—নিজেই ভিডিও বানায়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সত্য তুলে ধরে।
সে এখন জানে,
“ক্ষমতা থাক বা না থাক, সত্যের পাশে দাঁড়ানোই আসল নেতৃত্ব।
আর সে নেতৃত্ব শুরু হয় নিজের ভেতর থেকে।”

সেদিন চায়ের দোকানের পাশ থেকে এক আলো ছড়িয়ে পড়েছিল।
নেতারা তখনও লুকোচ্ছে ক্যামেরার ভয়েই,
আর অপূর্বর মতো ছেলেরা হয়ে উঠছিল আলোর যোদ্ধা।

কারণ, ছায়ার নেতারা কতদিনই বা থাকবে?
আলো একদিন ঠিকই জ্বলে উঠবে।
তুমি যদি হাল না ছাড়ো।

তোমার মুঠোফোনই হোক তোমার অ*স্ত্র,
তোমার কণ্ঠ হোক গর্জে ওঠা বু*লেট।
তুমি স্থান করে নেবে মানুষের হৃদয়ে।
তোমার কথায় উঠবে প্রতিবাদ,
মানুষ নামবে রাস্তায়, শুরু হবে বিপ্লব।

শুধু একটা শর্ত—তুমি হতে হবে সত্যের পক্ষের।
আর যদি ওরা হয় মিথ্যা, লোভী, অত্যাচারী,
তবে আর দেরি কিসের? শুরু করো আজই!

আমরাই শক্তি।
আমরাই দেশের পাহারাদার।
আমাদের চোখ খোলা, কণ্ঠ জাগ্রত, হৃদয় দুর্ভেদ্য।
সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে—আমরাই আলো।

#বাংলাদেশ #Bangladesh #bangladeshi #BD #BNP #BNPNEWS #eid #TarequeRahman

Post a Comment

Featured Post

পাখিটা বন্দী আছে সোনার খাঁচায়!

পাখিটা বন্দী আছে সোনার খাঁচায়! দূর বিদেশে বাণিজ্যে গিয়ে এক বণিক সেখানকার এক বনে বিশেষ একটি পাখির গান শুনে মুগ্ধ হলেন এবং পাখিট...

জনপ্রিয়

[blogger]

MKRdezign

Mohammod Sahidul Islam

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget